প্রেস বিজ্ঞপ্তি :
১৯৭১ সালের ৮ ডিসেম্বর অনেক তীগ-তিতীক্ষার বিনিময়ে হানাদার মুক্ত হয়েছিল ঐতিহাসিক প্রিয় ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া মুক্ত’র মধ্য দিয়ে দেশের পূর্বাঞ্চলও অনেকটাই মুক্ত হয়েছিল। এই ঐতিহাসিক স্মরণীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ার বীরমুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক অভিভাদন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক, সমাজ সেবক কমরেড মোঃ নজরুল ইসলাম। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিবৃতিতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কমরেড নজরুল ইসলাম। বিবৃতিতে তিনি আজকের দিনের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
+ There are no comments
Add yours