ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।এই দুই আসনের উপনির্বাচন নিয়ে আজ মঙ্গলবার দুপুরে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে দুই সংসদ সদস্যের (এমপি) মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সোমবার সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম আসন দুটি শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়ে দেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে পরের দিন ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, আপিল নিষ্পত্তি করা হবে ১৮ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরের দিন ২০ অক্টোবর। আগামী ৫ নভেম্বর এ দুই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে উপনির্বাচন সম্পন্ন করতে হয়। ৩০ সেপ্টেম্বর আসন শূন্য হওয়ার তারিখ হিসেবে এই দুই আসনে উপনির্বাচন সম্পন্ন করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞার মৃত্যু হয়। একই দিন একই হাসপাতালে মারা যান লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours