অনলাইন ডেস্ক ॥
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তার সঙ্গে দুই সহযোগী ছিলেন।
গণমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তুষার। তিনি বলেন, ‘ওনাদের (আওয়ামী লীগ) নির্দেশনা পেয়েই মনোনয়ন ফরম নিয়েছি। বাকিটা ওনারা ভালো বুঝবেন।’
তুষার বলেন, ‘আজ সকালে আওয়ামী লীগ অফিস থেকে ফোন করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ওনাদের কল পেয়েই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘সকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তারপর পূরণ করে জমা দিয়েছি।’
তুষার বলেন, ‘প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাৎ করতে পারব। উনার প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। আমার বাবার জীবনের শেষ সময়ে তিনি মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছি। আশা করছি, উনি আমার বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের সুযোগ দেবেন।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, মনোনয়ন বাছাই ১২ অক্টোবর, প্রত্যাহার ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।
প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার গত ৩০ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
+ There are no comments
Add yours