অনলাইন ডেস্ক॥
বয়স্ক নারীদেরকেই নাকি বেশি পছন্দ ইউরোপীয় পুরুষদের। এর পেছনেও রয়েছে তাদের মতামত এবং যুক্তি।
ইতালিসহ ইউরোপের কিছু দেশ যেমন: পর্তুগাল, পোল্যান্ড, সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস, ক্রোয়েশিয়া, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে এসব দেশে এখন একই রীতি চলছে।
তারা বলছে, প্রেমিকা কিংবা গার্লফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রে ইউরোপে এখন বেশিরভাগ পুরুষই তুলনামূলকভাবে এমন কাউকে নির্বাচন করছেন যিনি তার তুলনায় বয়সে অনেকটা বড়। এর পেছনে অবশ্য মনস্তাত্বিক কারণও রয়েছে।
যেমন: বয়সে বড় প্রেমিকা মানে অবশ্যই বাস্তব অভিজ্ঞতার দিক থেকে তিনি এগিয়ে থাকবেন। শুধু নিত্যনৈমিত্তিক বিষয় নয় সম্পর্কের ক্ষেত্রেও যে কোনও বিষয়ে তার দক্ষতা হবে তুলনামূলকভাবে বেশি। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এ কারণে ইউরোপে বর্তমানে বেশিরভাগ পুরুষই প্রেমিকা কিংবা গার্লফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রে তুলনামূলকভাবে বয়স্ক নারীদের বেশি প্রাধান্য দিচ্ছেন।
সম্প্রতি অস্ট্রিয়াতে অবস্থিত একটি ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের এক গবেষণার ভিত্তিতে উল্লেখ করেছে ২২ থেকে ৩০ বছর বয়সী যুবকদের মাঝে শতকরা ৫২ ভাগ মনে করছেন সম্পর্কের ক্ষেত্রে তাদের জন্য তাদের তুলনায় বেশি বয়স্ক প্রেমিকা বেশি উপযোগী। ৪০ ভাগ যুবক মনে করছেন সম্পর্কের ক্ষেত্রে প্রেমিকার বয়স তাদের কাছে তেমন একটা মুখ্য নয় এবং অবশিষ্ট আটভাগ যুবক এ বিষয়ে কোনো মতামত প্রদান করেনি।
ডেনমার্কের এক অধিবাসী, বর্তমান বয়স প্রায় ত্রিশের কাছাকাছি। প্রায় চার বছর ধরে তিনি এমন এক নারীর সঙ্গে বসবাস করছেন, যে কিনা তারচেয়ে বয়সে পাঁচ বছরের বড়। তারপরেও তারা উভয়ই মনে করছেন, তাদের দুইজনের মধ্যকার এ প্রণয় সফল।
গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, ডেনমার্কের সমাজ ব্যবস্থা ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক উদার। যদিও আমাদের দেশে পারিবারিক কাঠামো এখন বলতে গেলে অনেকটা দুর্বল। এ কারণে আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে গেছে। যার প্রভাব সরাসরি পড়ছে পরিবারের সন্তানদের ওপর। যদিও ডেনমার্কসহ ইউরোপের অন্যান্য অনেক দেশে বিবাহের ওপর মানুষের আকর্ষণ অনেকটা কমে এসেছে, তবুও ছেলেরা বর্তমান সময়ে প্রেমিকা বা গার্লফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রে তুলনামূলকভাবে তার তুলনায় অধিক বয়স্ক মেয়েদের বেশি প্রাধান্য দিচ্ছেন। বেশিরভাগের যুক্তি বয়সে বড় প্রেমিকা মানে তিনি আপনাকে কোনো বিষয়ে গাইড করার ক্ষমতা রাখবেন।
+ There are no comments
Add yours