আন্তর্জাতিক ডেস্ক॥
ভারতে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ভূমিকম্প সতর্কতা সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে গুগল। সিস্টেমটি স্মার্টফোনের এক্সিলারেটর সেন্সর ব্যবহার করবে, যা ছোট সিসমোমিটার (ভূকম্পমাপক) হিসেবে কাজ করতে পারে ও কম্পন শনাক্ত করবে।
গুগল জানায়, ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের সময় সতর্কতাটি ডু নট ডিস্টার্ব মোডে থাকলে জোরে শব্দ করবে।
গুগল জানায়, সিস্টেমটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এবং জাতীয় সিসমোলজি সেন্টারের (এনএসসি) পরামর্শে তৈরি করা হয়েছে। অ্যাপটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রাথমিক সতর্কবার্তা দেবে। অ্যাপ থেকে ব্যবহারকারীদের সচেতন থাকা ও পদক্ষেপ নেয়া—এ দুই বিষয়ে সতর্কবার্তা দেয়া হবে।
৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকলে অ্যাপটি ব্যবহারকারীদের সতর্ক থাকুন বার্তা পাঠাবে। এটি শুধু স্ক্রিনে একটি সতর্কতা দেখাবে। তবে ডিভাইস ডু নট ডিস্টার্ব মোডে বা সাইলেন্ট মোডে থাকলে কোনো শব্দ হবে না। খবর রয়টার্স।
+ There are no comments
Add yours