অনলাইন ডেস্ক॥
বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে পুনেতে। ম্যাচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ১ হাজার ১৭৭ পুলিশ মোতায়েন করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি স্পেশাল ব্রাঞ্চ) আর রাজা বলেছেন, ‘ভারত এবং বাংলাদেশ উভয় দলই পুনে শহরের হোটেলগুলোতে উঠেছে। তাই আমরা পর্যাপ্ত নিরাপত্তা সতর্কতা অবলম্বন করেছি এবং নিশ্চিত করছি যেন শহরে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।’
রাজার মতে, হোটেল নিরাপত্তায় ২৬ জন সিনিয়র পুলিশ অফিসারসহ ২০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
কর্মতাদের মতে, পুনে এবং পিম্পরি-চিঞ্চওৃয়াড় থেকে ১০০ জনের বেশি পুলিশ অফিসারকে শহরে এবং গাহুঞ্জে এলাকার স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে।
+ There are no comments
Add yours