বিনোদন ডেস্ক::
দক্ষিণের পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী পূজা হেগডে। বর্তমানে দুই ইন্ডাস্ট্রির একাধিক আলোচিত কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। শিগগিরই তাকে দেখা যাবে ‘দেবা’ শিরোনামের একটি সিনেমায়। যেখানে অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।
তিনি বলেন, ‘ভক্তদের এমন ভালোবাসার জন্যই কাজের অনুপ্রেরণা পাই। আমার বিশ্বাস, এই ধারাবাহিকতা সিনেমাটি মুক্তির পরও থাকবে। কারণ দেবা আমার ক্যারিয়ারের বিশেষ একটি কাজ। সিনেমাটির গল্পও খুব ইউনিক। যেখানে থ্রিলারের সঙ্গে প্রেম এবং বিনোদনের সকল রসদ একসঙ্গে পাবেন। তাছাড়া এতে ভিন্ন এক পূজাকে দেখতে পাবেন আমার ভক্তরা। সিনেমাটি নিয়ে সত্যি আমি উচ্ছ্বসিত।’
+ There are no comments
Add yours