বিনোদন ডেস্ক ॥
২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন অভিনেত্রী বিদ্যা বালান। বিয়ের পর প্রায় ১১ বছর কেটে গিয়েছে। অভিনেত্রী নিঃসন্তান বলেই জানতেন সকলে।
তবে সম্প্রতি একটি বাচ্চা মেয়ের সঙ্গে তার ছবি ভাইরাল হয়। ক্যাপশনে লেখা ছিল, মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা। তারপর থেকে শুরু জল্পনা।
তাহলে কি এতদিন কেন নিজের সন্তানকে লুকিয়ে রাখলেন তিনি? শেষমেশ সত্য জানালেন খোদ বিদ্যা।
বিদ্যা জানান, ওই বাচ্চা মেয়েটি তার বোনের মেয়ে। নাম ইরা। তার বোনের যমজ সন্তান এক ছেলে, এক মেয়ে। সম্পর্কে তাদের খালা হলেও এই দুই খুদে তার জীবনের লাইফলাইন।
+ There are no comments
Add yours