কুড়িগ্রাম থেকে সোহেল রানা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ উঠেছে। বুধবার (২ ফেব্রুয়ারী) রাতের অন্ধকারে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হুচার বালা গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচার বালা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ গোলাম রব্বানীর সম্পতি নিয়ে প্রতিবেশী মৃত রসুল শেখের ছেলে মোঃ আবুল কালাম গং এর সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। তৎপর ৩ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় অভিযুক্ত আবুল কালাম,আব্দুর রাজ্জাকসহ হাতে লাঠি,ছোড়া,ফালা,লোহার রড ইত্যাদি নিয়ে নিম্ন তফসিল বর্ণিত জমিতে জোর পূর্বক দখল করিতে আসে। তৎপর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রামে গত ৬ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার বিধান মত দরখাস্ত দ্বায়ের করি যার পিটিশন নং ২৭৫/২১ ভূরুঙ্গামারী। অভিযুক্ত আবুল কালাম ১৪৪ ধারা ভঙ্গ করার বিষয় টি শিকার করে বলেন, আমি রব্বানীর জমিতে ধান লাগাইনি, আমার জমিতে আমি ধান লাগিয়েছি কোর্টে মামলা চলমান আমি কোর্টে জবাব দিব। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, আদালতের ১৪৪ ধারা অমান্য করে বিবাদী জমিতে নেমেছে এই বিষয়ে বাদী থানায় লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে আমরা ব্যবস্থা নিয়ে ১০৭ ও ১১৭ ধারায় মামলা করে কোর্টে পাঠিয়েছি।
+ There are no comments
Add yours