অনলাইন ডেস্ক॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। আর তাই ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বৃহস্পতিবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই তালিকা প্রকাশ করেন পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদের জন্য চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং ৮৫২ জন হিজড়া ভোটার রয়েছেন।
গত ২ মার্চ হালনাগাদ শেষে ইসির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এরপর সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হওয়ার আবেদনের সুযোগ দিয়েছিল ইসি। এতে দেশে নতুন করে মোট ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসাবে পাঁচ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।
+ There are no comments
Add yours