আব্দুল মালেক॥
২৩ অক্টোবর দুপুর বেলা। আমি স্বপরিবারে আগরতলা এয়ারপোটর্টে বিমানের জন্য অপেক্ষা করছি। ছিমছাম পরিচ্ছন্ন পরিবশে। বেশির ভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলছে।
তবে আগরতলার স্থানীয় ভাষা যা বাংলার আদলে এবং কিছু মানুষ হিন্দি ভাষায় কথা বলছে। এখানে একটা বিষয় খুব ভালো লাগলো যে, এখানের প্রায় সবাই বাংলা বলতে পারে।
প্রায় এক ঘন্টা বিমানে চড়ে আমরা কোলকাতা এয়ারপোর্টে গিয়ে নামলাম। সংক্ষিপ্ত এবং ভালো একটা জার্নি উপভোগ করলাম। ইতিপূর্বে তো অনেক দেশে যাওয়ার সুবাদে লং জার্নিতে বিমানে চড়েছি, তাই এই এক ঘন্টার ভ্রমণ বেশ সংক্ষিপ্তই মনে হলো।
আমরা একটা হোটেলে গিয়ে পৌঁছলাম। নাম পল্লবী ইন্টারন্যাশনাল হোটেল। বেশ ছিমছাম আর গোছানো। আমরা স্বপরিবারে এই হোটেলে আগেই বুক করে রেখেছিলাম।
যেহেতু চিকিৎসার জন্য এখানে আসা, সেহেতু অবসর পেলেই কোলকাতার বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখার ইচ্ছে আছে। আমি দেশের বাইরে গেলে সাধারণত খুবই কম ঘুমাই। যেটুকু সময় পাই- সেটুকু সময়ে বেড়াতে মানে বিখ্যাত টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে।
একটা কথা বলে রাখছি, কোলকাতা বেশ প্রাচীন শহর আর এই প্রাচীনের একটা ছাপ শহরের সর্বত্রই বিরাজমান বলে আমার মনে হয়েছে।
বলে রাখছি, বিশ^কাপ ক্রিকেটের বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এর মধ্যকার খেলাটি ছিলো ২৮ অক্টোবর। আমরা পরিবারের সবাই মিলে সেই খেলাটি উপভোগ করলাম-কোলকাতা স্টেডিয়ামে বসে সরাসরি।
আমি এপোলো হাসপাতালে শরীরের চেকআপ করলাম।
আগের যে কোনো সময়ের তুলনায় এখানে রোগীর সংখ্যা অনেক বেশি কিন্তু চিকিৎসক এবং হাসপাতালের আয়তন একই হওয়ায় এক সময়ের সেই সুনাম আর ধরে রাখা সম্ভব হয় না এখন। আমি আসার আগে রিভিউতে এই সত্য কথা গুলো বলে এসেছি। তারাও তা স্বীকার করেছেন আশা করছি।
বেশ কিছু দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখেছি। ইকো পার্ক। ঐতিহাসিক হাওড়া ব্রিজ। আরও অনেক বিখ্যাত সব জায়গা।
চিকিৎসাসেবাটা আসলে একসময় ছিলো- মানবসেবা। আর এখন এটা চলে গেছে ব্যবসার পর্যায়ে। সবখানেই- যা হবার তা হচ্ছে।
ওদের চিকিৎসার ধরণটা আমাদের চেযে সামান্য ব্যতিক্রম মনে হয়েছে। এটা আমরাও পারবো-শুধু ইতিবাচক একটা দৃষ্টিভঙি দরকার।
ওরা ওষুধ দেয়। সেই সাথে নিয়ম-পথ্য দেয়। যাপিত জীবনটাকে আমরা যদি নিয়মের ভেতর না ফেলতে পারি- তাহলেই সমস্যার সৃষ্টি হয়। নিয়ম থাকলে সমস্যা অনেকাংশে ওভারকাম করা যায়।
২৯ অক্টোবর কোলকাতা এয়ারপোর্ট থেকে বিমানে করে আগরতলায় আসি। সেখান থেকে সীম,ান্ত অতিক্রম করে নিজ শহর ব্রাহ্মণবাড়িয়ায় এস পৌঁছায় সন্ধ্যার দিকে।
ভ্রমণ মানেই অজানাকে জানা। ভ্রমণ জ্ঞানার্জনের অন্যতম মাধ্যম। যা বইপুস্তকে পাওয়া যায় না।
+ There are no comments
Add yours