রুদ্র মোহাম্মদ ইদ্রিস॥
মনপুরা দ্বীপটি বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তরদিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এটি ভোলা জেলার মনপুরা উপজেলায় কিছুটা অংশ জুড়ে রয়েছে ।এই দ্বীপের আয়তন ৩৭৩ বর্গ কিলোমিটার। অনেক হরিণ আছে এখানে। তবে হরিণের দেখা মিলে বিকাল বেলা ।
রাতের বেলা এখানের বাজার জমজমাট হয়। সকাল বিকাল দুইবেলা পাওয়া যায় তরতাজা বিভিন্ন রকমের মাছ। আর এত অল্প দামে কোথাও মাছ পাওয়া যায় না। ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ টাটকা পাওয়া যায়। এবং নিজেরা বাজার করে হোটেলে রান্না করে দিতে বললেও দেয়। যদিও দ্বীপেই রান্না করে খেয়ে থাকেন অনেকে। রাতের বেলা অন্ধকার হওয়াতে তারা কুপিবাতি আর সোলারের লাইট দিয়ে চালাতে হয়। এখানকার মাুনষগুলো খুবই সরর সহজ। দ্বীপ তাদের মতই সুন্দর।
চোখ জুড়ানো প্রকৃতি এত সুন্দর- মনপুরা না দেখলে বোঝা মুশকিল। অধিবাসীদের অধিকাংশই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। চাষের জমি ও কৃষি কাজ রয়েছে। মনপুরা এক বিচ্ছিন্ন দ্বীপ। এখানে গেলে মনে হয় পৃথিবীটা সত্যিই সুন্দর। আরো সুন্দর প্রকৃতি। প্রকৃতির রহস্যময়তার খোজ মেলে এখানে গেলে।
নিজেকে দেখার জন্য যে আয়নার প্রয়োজন, নাগরিক জীবনের যন্ত্রটাকে পেছনে ফেলে যদি কেউ মনপুরায় যায়- তবে সে নিজেকে দেখতে ও উপভোগ করতে পারবে। মনপুরা প্রকৃতির এক অপার বিষ্ময়। বিশেষ করে রাতের প্রকৃতি ও তার চারপাশ।
+ There are no comments
Add yours