অনলাইন ডেস্ক॥
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি হাসপাতালে ভর্তি। একই হাসপাতালে ভর্তি আছেন তার নানা শামসুল হক গাজীও। পরী সাংবাদিকদের জানান, জীবনের কঠিন একটি সময় পার করছেন তিনি। শুধু এবারই নয়, এর আগেও বহুবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে।
অসুস্থ এই নায়িকা হাসপাতালে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব রয়েছেন। হাসপাতালের বিছানা থেকেই বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় পরী জানালেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও কীভাবে মন জোর ধরে রাখেন তিনি।
পরীমণির কথায়, ‘এই যারা বলেন আমার এত মনের জোর কোথায় পেয়েছি। এই যে দেখেন, এটা হলো বংশীয় ধারা। ছোটখাটো একটা অপারেশন হবে আমার নানার। দোয়া করবেন।’
বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা একটি ভিডিও শেয়ার করেছেন তার ফেসবুকে। যেখানে দেখা যায়, ছেলে রাজ্যর সঙ্গে মজা করছেন তার নানা।
+ There are no comments
Add yours