মনোনয়ন নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী আমেজ

Estimated read time 1 min read
Spread the love

বিশেষ প্রতিনিধি॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না এ নিয়ে এক সময় দেশ-বিদেশের বিভিন্ন মহলে সংশয় থাকলেও এখন আর সে অবস্থা নেই।
উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট মনোনয়নপত্র বিতরণ ও প্রার্থী ঘোষণার পর সারাদেশের চিত্র পাল্টে যায়। নির্বাচন কমিশন, সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অধিকতর তৎপর। এ কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক সময় বিদেশীদের তৎপরতা বেড়ে গেলেও এখন দৌড়ঝাঁপ কমে গেছে।
গণমাধ্যমের প্রতিবেদন মতে, এবারের নির্বাচনে শুধু দল বা জোটের প্রার্থীরাই নয়, ৩০০ সংসদীয় আসনের মধ্যে অধিকাংশ আসনেই স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত ২৮টি দলসহ অর্ধশতাধিক দল রয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্প ধারা, তৃণমূল বিএনপি, বিএনএম, তরিকত ফেডারেশন, সম্মিলিত ইসলামী জোট, যুক্তফ্রন্টসহ বেশক’টি দল ও জোট পুরোদমে নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছে।
অন্যদিকে এখনো পর্যন্ত নির্বাচনে না যাওয়ার পক্ষে রয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধিত ১২টি দলসহ প্রায় ২০টি দল। এরমধ্যে বিএনপি ছাড়া সবগুলোই ছোট দল। দেশের রাজনীতিতে নাটকীয় কোনো মোড় না নিলে বিএনপি ও তাদের সমমনা এই দলগুলোর নির্বাচনে যাওয়া অনিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours