মাইকিং করে ৮৫ টাকা কেজি পিয়াজ বিক্রি

Estimated read time 0 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥
কুমিল্লা নগরীর চকবাজারে আড়তে মাইকিং করে পিয়াজ বিক্রি হচ্ছে। কেজি ৮৫ টাকা ধরে বিক্রি করায় ক্রেতারা লাইন ধরে কিনছেন।
বুধবার চকবাজারের শাহ পরান স্টোরের সামনে এই দৃশ্য দেখা গেছে। নগরীর অন্যত্র দোকানে পিয়াজ খুচরা প্রতি কেজি ১০০ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ক্রেতা কামাল হোসেন ও জামাল উদ্দিন বলেন, কম দামে পিয়াজ বিক্রি হচ্ছে শুনে আমরা কেউ পুলিশ লাইন, কেউ টমছমব্রিজ থেকে চকবাজার এসেছি। দেশি পিয়াজে ভালো ঝাঁজ, কম ব্যবহার করলেও হয়। পিয়াজের উচ্চ মূল্যের সময় তুলনামূলকভাবে কম দামে পিয়াজ পেয়ে ভালো লাগছে।
শাহ পরান স্টোরের পরিচালক মো. লিটন বলেন, ফরিদপুর থেকে দেশি পিয়াজ এনেছেন। কম লাভে বিক্রি করছেন। ক্রেতারা ভালো সাড়া পেয়েছেন। বুধবার ১০ টন পিয়াজ বিক্রি হয়েছে, কালও (বৃহস্পতিবার) বিক্রি করবেন।
চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. পারভেজ বলেন, লিটনের উদ্যোগটি চমৎকার। এতে ক্রেতা যেমন সুলভ মূল্যে পিয়াজ পাবে, তেমনি দেশি পিয়াজ জনপ্রিয়তা পাবে। দেশি উৎপাদনকারীরা উৎসাহিত হবে। তাকে এই বিষয়ে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন ও চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আশরাফসহ অন্যান্য সার্বিক সহযোগিতা করেছেন।
কাপ্তানবাজার এলাকার খুচরা বিক্রেতা টিপু সুলতান বলেন, পিয়াজ কেজি ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। যারা বেশি দামে ক্রয় করেছেন তারা এখনও কেজি ১৮০ টাকা বিক্রি করছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন অভিযান করছি। জরিমানার ভয়ে অনেকে পিয়াজের দাম বেশি বাড়াতে পারেনি। অনেকে কম লাভেও বিক্রি শুরু করেছেন।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours