মাচা পদ্ধতিতে গাছ আলু চাষে অভাবনী সাফল্য

Estimated read time 0 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥
মাচা পদ্ধতিতে গাছ আলু চাষে অভাবনী সাফল্য পেয়েছেন এক কৃষক। প্রথমবারের মতো জয়পুরহাটে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে এই মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ।

সাধারণ আলুর চেয়ে অধিক পুষ্টিগুণে ভরপুর এ আলু স্বপ্ন দেখাচ্ছে এই জেলার কৃষকদের। ভালো চাহিদা থাকায় ও ব্যাপক লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এ আলু চাষে। খোঁজ নিয়ে জানা গেছে, একসময় গ্রামাঞ্চলের বাড়ির আশপাশে, পতিত জমিতে, উঠোনের কোণে দেখা মিলত এই গাছ আলুর। তবে কালের বিবর্তনে আজ তা আর তেমন দেখা যায় না।

কিন্তু সাম্প্রতিক সময়ে এই গাছ আলুর বাণিজ্যিক চাষ শুরু হয়েছে উত্তরের শষ্যভান্ডার হিসেবে খ্যাত জয়পুরহাট জেলায়। অধিক লাভের আশায় পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের এক কৃষক অন্য ফসল বাদ দিয়ে ২০ শতক জমিতে গাছ আলুর চাষ করেছেন। মাঁচা পদ্ধতিতে চাষ করা এ আলু মাটির নিচে একেকটি ৩ থেকে ৫ কেজি পর্যন্ত হয় বলে জানা গেছে।

এরফলে বর্তমান সবজির দামের বাজারে তিনি ভালো লাভের আশা করছেন। জানা গিয়েছে, গরমের শুরুতে এ ফসলের চাষ করা হয়, আর শীতের শুরুতে ফলন আসে। তাছাড়া সাধারণ আলুর মতো শর্করা ছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়ামসহ উল্লেখযোগ্য পরিমাণে আঁশ। যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই কৃষক তার জমিতে গাছ আলু চাষে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। আর এখান থেকে উৎপাদিত আলু দেড় থেকে ২ লাখ টাকা পর্যন্ত বিক্রির আশা করছি। এক বিঘা জমিতে ২৫০ থেকে ৩০০ মণ ফলন আসে। আমার দেখাদেখি অনেকেই আগ্রহী হচ্ছেন এ আলুর চাষে।

জানা গিয়েছে, এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি সহযোগিতা, বিশেষ ক্ষেত্রে প্রদর্শনী এবং উপকরণ সহযোগিতা দেয়া হচ্ছে।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours