মাঝ আকাশে বিমান: ককপিটে মারামারি!

Estimated read time 1 min read
Spread the love

ডেস্ক নিউজ ॥

বিমান আকাশে উড়তেই ককপিটে দুই পাইলটের মাঝে মারামারি লেগে যায়! অভিযোগে প্রকাশ, এক পাইলটের গালে কষে চড় মারেন অপর পাইলট। তারপর একে অপরের জামার কলার ধরে জড়িয়ে পড়েন ধস্তাধস্তিতে। বিমান তখন মাঝ আকাশে উড়ছে! সত্যিই অবাক হবার মতো ব্যাপার বটে!

এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে অস্টিয়ার ভিয়েনা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানে। জানা গেছে, দুই পাইলটের মধ্যে একজন নির্দেশ মানেন নি। আর তা নিয়েই দু’জনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি।

সর্বশেষ তথ্য বলছে, এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ওই দুই পাইলটকে। মাঝ আকাশে বিমানের ককপিটের মধ্যে দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট অপরজনকে লক্ষ্য করে ব্রিফকেস ছুড়ে মারেন বলেও অভিযোগ রয়েছে।

ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভেতরে এসে হতবাক হয়ে যান বিমানের ক্রু সদস্যরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান বিমানের এক ক্রু সদস্য। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময়টা ওই ক্রু সদস্য ককপিটেই বসেছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে এয়ার ফ্রান্সের মুখপাত্র বলেছেন, ‘এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়।’ তবে পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান চলাচল ও যাত্রীদের সেবা দেওয়া বিঘ্নিত হয়নি। দ্রুততার সঙ্গেই তাদের ঝগড়া থামানো হয়। ফলে যাত্রী সুরক্ষায় ব্যাঘাত ঘটেনি। পাইলটদের মধ্যে এ ধরনের আচরণে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করেছেন অনেকেই। সূত্র : ডেইলি স্টার ইউকে, ডেইলি মেইল।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours