অনলাইন ডেস্ক
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ত্বরা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
বাসের চালক শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রতিদিনের মতো আরিচা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলাম। পথে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী বেশে গাড়িতে ওঠে। ত্বরা এলাকায় পৌঁছালে আরও পাঁচজন গাড়িতে ওঠে। এরপর তারা যাত্রীদের নেমে যেতে বলেন।
যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে বোতলে থাকা পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটি আগুনে পুড়ে যায়।
+ There are no comments
Add yours