সম্পাদকীয়
ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শারীরিক প্রতিবন্ধীদের চার বিভাগীয় হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার (১৪ অক্টোবর) সকালে শুরু হওয়া এ টুর্নামেন্ট দেখতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্র নায়িকা নাসরিন আক্তার নিপুণ এলেন হেলিকপ্টারে চড়ে। নামলেন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে। নিপুণ শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন ক্রিকেট দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
টুর্নামেন্টটির আয়োজন করেছে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন।
মোট চারটি বিভাগ এতে অংশ নিচ্ছে ৪৫ জন শারীরিক প্রতিবন্ধী। রোববার টুর্নামেন্টের ফাইনাল হবে। এই খেলার মাধ্যমে শারীরিক প্রতিবন্ধ দের মর্যাদা বৃদ্ধি পাবে এমনটাই আমাদের প্রত্যাশা। মানুষ তাঁর মর্যাদাটুকু পাক।
+ There are no comments
Add yours