ডেস্ক নিউজ॥
আফগানিস্তানের তথ্য নেওয়ার জন্য মার্কিন ড্রোনকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান। এমনটাই অভিযোগ তুলেছেন তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মুল্লাহ মোহাম্মদ ইয়াকুব। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, আমাদের তথ্য অনুযায়ী ড্রোনগুলি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল৷ তারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল৷
তিনি আরও বলেন, আমরা পাকিস্তানকে বলেছি, আমাদের বিরোধিতা করতে যেন পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহার না করে৷
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি৷
এর আগে কাবুলে মার্কিন ড্রোন হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান৷
আফগানিস্তানের দাবি, মার্কিন ড্রোন হামলার খবর পাকিস্তান আগে থেকেই জানত।
কিন্তু আফগানিস্তানের আনা এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান কর্তৃপক্ষ৷
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক বিপর্যয়ে জর্জরিত পাকিস্তান, এই কারণে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে সুনজরে থাকতে চাইছে পাকিস্তান। সূত্র: ডয়চে ভেলে।
+ There are no comments
Add yours