রুদ্রনীল॥
যেখানে মানুষের বিরোদ্দে যায় মানুষ! সেখানে মালিকের মৃত্যুর শোকে কাতর হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মৃত্যুমুখে পতিত হয় একটি পোষা কুকুর। টানা দুদিন মুখে কোনো ধরনের খাবার গ্রহণ করেনি। শোক আর ক্ষুধায় কাতর কুকুরটি অবশেষে মালিকের কফিনের কাছেই মারা গেলো। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। জানা যায়- অসুস্থতাজনিত কারণে মালিকের মৃত্য হয়। সেই শোকে টানা দুই দিন ধরে অনশনের পর চলতি সপ্তাহে দক্ষিণ-পশ্চিম চীনে একটি কুকুর মারা গেছে। মৃত ঐ বৃদ্ধের নাতনির বরাতে বলা হয়েছে, ১০ বছরের বেশি বয়সী গ্রামের এ কুকুরটি একেবারে শৈশব থেকে বৃদ্ধের সঙ্গী হিসেবে ছিল। মালিকের মৃত্যুর পর নিজের শেষ দুদিন পোষ্য ঐ কুকুরটি বৃদ্ধের কফিনের পাশে শুয়ে কাটিয়েছে। এসময় কুকুরটি কোনো খাবার খায়নি বা পানি পান করেনি। এমনকি এ সময়ে নড়াচড়াও করেনি সেটি। মৃত্যুর আগে অর্থাৎ নিজের জীবনের শেষ মুহূর্তে কুকুরটি তার মালিকের একটি শেষ ইচ্ছাপূরণ করেছে। কুকুরটি তার দাদার জন্মদিনে মারা গেছে। এ ঘটনাটি কাকতালীয় হলেও অনেকে বলছেন, এটি এখন তাদের ‘ভাগ্যকে বিশ্বাস করতে’ বাধ্য করেছে। শুক্রবার সকাল পর্যন্ত চীনের টুইটারের মতো প্ল্যাটফর্ম ওয়েইবোতে ২৩ কোটি ভিউ পেয়েছে। খাবারের জায়গা, এমনকি সম্পূর্ণ বাজারও ছিল মাটির নিচে এই শহরে।
+ There are no comments
Add yours