মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় নারীসহ আটক ৩

Spread the love

অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা মো. সুমন, মো. সবুজ ও তানজিনা আক্তার।

এর আগে, সকাল ১০টার দিকে চরছয়ানী গ্রামের দক্ষিণপাড়ায় হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- চরছয়ানী গ্রামের জেসি আক্তার, তার ছেলে মাহিন ও মহিন। নিহতরা ওই গ্রামের সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী-সন্তান।

জানা গেছে, সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে চরছয়ানী গ্রামের একটি পাকা ভবনে বসবাস করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গৃহপরিচারিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দরজা না খোলায় পাশের বাড়ি থেকে চাবি নিয়ে প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে বাসার দরজা বন্ধ দেখতে পান। এ সময় আশপাশের লোকজনকে বিষয়টি জানান। এলাকাবাসী এসে পুলিশে খবর দেন। পরে বাসার দরজা ভেঙে রুমের মেঝেতে জেসি ও বড় ছেলে মাহিনের এবং বাথরুমে ছোট ছেলের লাশ দেখতে পায় পুলিশ।

আইয়ুবপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নাসির উদ্দিন বলেন, এমন মর্মান্তিক ঘটনা এর আগে দেখিনি।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, নিহতদের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে তাদের বাড়ির কোনো মালামাল নেয়নি তারা।

তিনি আরো বলেন, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours