ডেস্ক নিউজ॥
থরে থরে সাজানো সোনালি রঙের মিস্টি। অনেকেই আসছেন কিনে নিয়ে যাচ্ছেন মিষ্টি। আবার অনেকে শুধু দেখেই দেখেই ফিরে যাচ্ছেন। ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই বিশেষ ধরণের মিষ্টি। এটির নাম ‘গোল্ডেন ঘিবার’। তবে নামের জন্য নয়, ক্রেতাদের আকর্ষণের কারণ এর দাম। তা শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারও। প্রতি কেজি গোল্ডেন ঘিবার মিষ্টির দাম ২৫ হাজার ভারতীয় রুপি।
বিশেষ ধরণের এই মিষ্টি বিক্রি হচ্ছে ভারতের উত্তর প্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ঘিবার মূলত রাজস্থানের মিষ্টি। তবে পুরো ভারতেই এর জনপ্রিয়তা পেয়েছে।
১১ আগস্ট উত্তর প্রদেশে রক্ষা বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। আমাদের এই বাংলাদেশে এই আয়োজন ভাইফোঁটা উৎসব নামে পরিচিত। এ উৎসব ঘিরে আগ্রাসহ উত্তর প্রদেশে বেড়ে যায় মিষ্টির চাহিদা।
উৎসব আয়োজনকে আরও রঙিন করতে স্থানীয় একটি মিষ্টান্ন ভাণ্ডার ক্রেতাদের জন্য বিশেষ ও দামি মিষ্টি গোল্ডেন ঘিবার বিক্রি শুরু করে যার এক কেজির দাম ২৫ হাজার রুপি।
ওই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক জানান, বিশেষ এই মিষ্টির গল্প মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা চলছে। প্রতিদিন অনেক ক্রেতা দোকানে আসছেন। অনেকে শুধু দেখতে আসছেন। এবারের উৎসবের মৌসুমজুড়ে বিশেষ এই মিষ্টি ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে থাকবে বলেও আশা তার।
+ There are no comments
Add yours