অনলাইন ডেস্ক॥
মুন্সিগঞ্জের বিলগুলো জুড়ে এখন বিপুল পরিমাণ আমন ধান। বর্ষার শুরুতে এই আমন ধান রোপণ করেছিলেন কৃষকের। এখন বর্ষার পানি জমি থেকে নামার সঙ্গে সঙ্গে ধানগুলোও পাকতে শুরু করছে। তাই এই ধানগুলো ঘরে তুলতে ব্যস্ত কৃষক।
এ বছর আমন ধানের বাম্পার ফলন হওয়ায় মহাখুশি কৃষক। কৃষকের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন কৃষাণিরাও।
টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বিলের এক কৃষক জানান, এ বছর প্রায় আট একর জমিতে তিনি আমন ধান রোপণ করেছিলেন। ধানের ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।
জামালপুর থেকে কাজ করতে আসা এক শ্রমিক জানান, এ বছর ধান ভালো হয়েছে। তারা সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ৬০০ টাকা করে শ্রমের বিনিময়ে কাজ করে থাকেন।
সিরাজদিখান উপজেলার বয়রাগাদি গ্রামের এক কৃষক জানান, এ বছর ১৫০ শতাংশ জমিতে আমন ধান রোপণ করেছিলেন তিনি। এতে যে ফলন হয়েছে তাতে তার পরিবারের সারাবছরের জন্য যথেষ্ট।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর সিরাজদিখান উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৮০০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ২ হাজার ৪৮০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৬৮০ হেক্টর বেশি জমিতে চাষাবাদ হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। আর চালের দাম বেশি হওয়ায় ধানের দামও বেশি আশা করছেন কৃষক।
+ There are no comments
Add yours