অনলাইন ডেস্ক॥
সদ্য চিড় ধরেছে জোনাস পরিবারে। বিচ্ছেদের পথে হেঁটেছেন জো জোনাস ও সোফি টার্নার। অবশ্য নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সংসারে সেই বিচ্ছেদের প্রভাব তেমন পড়েনি।
গত মাসখানেক ধরে রীতিমতো ঝড় বয়ে গিয়েছেন জোনাস পরিবারে। ঘর ভেঙেছে জোনাস পরিবারের ও ‘জোনাস ব্রাদার্স’-এর অন্যতম সদস্য জো জোনাসে। হলিউডে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন জো। বিচ্ছেদেই অবশ্য শেষ নয়, সেই বিচ্ছেদ ঘিরে কম তিক্ততা তৈরি হয়নি প্রাক্তন যুগলের মধ্যে।
দুই সন্তানের কাস্টডি সংক্রান্ত বিষয়ে একে অপরের বিরুদ্ধে আদালতে পর্যন্ত গিয়েছেন জো ও সোফি। পরিবারের এই কঠিন সময়ের প্রভাব অবশ্য তেমন ভাবে পড়েনি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে তাঁদের সুখের সংসার। ভাসুর ও জায়ের বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত জনসমক্ষে মুখ খোলেননি প্রিয়াঙ্কা।
তবে জো ও সোফির বিচ্ছেদের প্রভাব যে তাঁর ও নিকের রসায়নে পড়েনি, তার প্রমাণ একাধিক বার পেয়েছেন নেটাগরিকরা। ‘জোনাস ব্রাদার্স’-এর সাম্প্রতিক কনসার্টে আরও এক বার সেই ছবিই দেখলেন অনুরাগীরা।
সূত্র: আনন্দবাজার
+ There are no comments
Add yours