মোঃ আঃ কুদদূস এর একগুচ্ছ কবিতা

Estimated read time 1 min read
Spread the love

১) হাওয়ার বন্ধু

হাওয়ায় লিখি কবিতা গান
হাওয়ায় ভাসাই বেগ
হাওয়ায় নাচাই মরু পরাণ
হাওয়ায় ভাসে মেঘ
কাঁশবাগানে আটকে পড়ে
হাওয়া মেঘের পাল
খালি হাতে বাজবে কি আর
ময়ুর দেখার তাল
হাওয়ায় হাওয়ায় কাটে বেলা
হাওয়া কিনি রোজ
পকেট যে দিন খালি হবে
হাওয়ার বন্ধু নিবে নাকো খোঁজ
২৯ সেপ্টেম্বর ২০২৩
বরিশাল

২) এক ফোঁটা বৃষ্টি

সাত বছর আগে, বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়
কিনেছিলাম একফোঁটা বৃষ্টি
পান্থপথের আলোআঁধারির হাট থেকে
এরপর কতটা পথ এঁকেবেঁকে
বয়ে গেছে অন্ধকারের মতো শুন্য প্রাণ
যায় যবে যাক মান
অভিমান তবু করি নি কখনো সেই বৃষ্টির সাথে
কেটেছে ভাতে কিংবা হা-ভাতে
তবুও একই ছাতায় পাড়ি দিয়েছি ভয়াল রাত
এখনো আমি জানি নির্ঘাত
স্বপ্নে সেই বৃষ্টির সাথে সংঘাত হয় রোজ
তবু কার্যতালিকায় থাকে তার খোঁজ
হাজার কাজের ভিড়ে — সেই বৃষ্টির খবর ঘিরে
ঠিক পান্থপথের মতো হাঁটে পান্থ, তিতাসের তীরে
২৭ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া

৩) বিপ্রতীপ

আজকাল কোকিল বাসা বাঁধতে শিখে গেছে
তাও একটা না
গাছের ডালে ডালে বাবুইপাখির বাসার মতো কোকিলের বাসা দোল খায়
কাকেরাও বড্ড খুশি
কোকিলের বাসায় কাকেরা দেদারসে ডিম পাড়ে অবলীলায়
মাঝে মাঝে বাচ্চাও ফোঁটায়
উল্টে গেছে যমানার হালচাল
বিড়ালগুলো বেজায় খুশি
এগুলো এখন রাতে বেশ চোখে দেখে
কারণ, এগুলোর চোখ অন্ধকারে শিয়ালের চোখের মতো জ্বলে না
তাই ইচ্ছে মতো ঘুরে বেড়ায় জায়গায় বেজায়গায়
এরা ইঁদুর ধরে না
বরং ইঁদুরের সাথে খেলা করে সময় কাটায়
অদ্ভুত ব্যাপার! আজকাল অহরহ ঘটে যায়
কাককোকিলের বাকবিতণ্ডা
কে কার বাসায় ডিম পাড়বে -সেটা মূখ্য নয়
বরং শিয়ালের মতো ধূর্তামির প্রজম্ম গড়ার বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির প্রয়াসে
২৩ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া

৪) কলমিলতা

আজিকে চলে যাবে তাই বলে যাবে
খানিকটা ছুটি যদি জোটে
পিপাসার্ত ঠোঁটে — অমৃত সমান
শোধিব ঋণ, রাখিব না বাকি কিছু মোটে।
এরপর ময়ুরের মতো শত পেখম খুলে
এতোদিনের স্মৃতি ভুলে
মিলিয়ে গেলো — কলমিলতা তুলতুলে
চেয়ে রইলাম একাকী রজক সব ভুলে।
মনের অজান্তে ডেকেছিলাম বনবীথিকা
ভ্রান্তে সব বাঁধলো গোলমাল
তবুও ঝড় বয়, ভুলে পরাজয়
বেশ করেছি, ছুঁয়েছি উষ্ণ জ্বাল।
চলেই যদি যাবে বলেই যদি যাবে
তবে কেন বাঁধলে না কুমিরের লেজ
গোধূলির আগে, অশেষ অনুরাগে
নীরবে হারিয়ে দিলে যেটুকু ছিল তেজ।
৬ সেপ্টেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়া।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours