মোঃ আবদুল কুদদূস এর কবিতা
রাঙা ঠোঁটে হেসে
****
এক পড়ন্ত বিকেলে মেঘের মতো উড়ে
কুমার নদীর সুরে
গেয়েছিলাম গলা ছেড়ে
বোয়ালের লেজের মতো নেড়েচেড়ে
যাপিত জীবনের অযাচিত গান
সবকিছুর শেষে নীরব ডাহুকী এসে
কয় রাঙা ঠোঁটে হেসে
ঢের হয়েছে কালের পান্থ
এবার তবে হও ক্ষ্যান্ত
জীবনকে করো মায়ার মাল্যদান
সব পাখির বাসা থাকে না, তবু ফিরে যায়
হয়তো কোনো মায়ায়
যেমন কাশফুলের সন্ধ্যায় কোমল বাতাসে
কিচিরমিচির শব্দ ভেসে আসে
এলেমেলো সেই শব্দে নেচে উঠে প্রাণ
২ অক্টোবর ২০২৩
নরসিংদী
(তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধাণ নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন)
+ There are no comments
Add yours