যারা স্বাধীনতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তাদের বাংলাদেশে থাকতে দিবো না আইনমন্ত্রী

Estimated read time 1 min read
Spread the love

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া সংবাদদাতা:
আইনমন্ত্রী বলেছেন-যারা স্বাধীনতার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, তাদের বাংলাদেশে থাকতে দিবো না। শনিবার (৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরখার ইউনিয়ন পরিষদ মাঠে নিজস্ব অর্থায়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলে তাদের ধরখার, কসবা আখাউড়া কেন বাংলাদেশে থাকতে দিবো না। আমি অনুরোধ করব আপনারা সজাগ থাকবেন। যারা রাজাকারের বাচ্চা তারা বাংলাদেশের দু একটা হলেও এগুলো কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার চেষ্টা করে আপনারা কিন্তু তাদের প্রশ্রয় দিবেন না।
আইনমন্ত্রী আরো বলেন, জাতির পিতা সব সময় জনগণের পাশে থেকেছেন তিনি শুধু যে জনগণের পাশে থেকেছেন তা না -তিনি ১৯৪৮ সাল থেকে জনগণকে অধিকার কি জানিয়েছেন তাদের অধিকার সম্পর্কে সচেতন করার পরে তাদের অধিকার আদায়ের জন্য কি করবে সেটা বলেছেন অধিকার আদায়ের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন অধিকার আদায় করে বাংলাদেশকে স্বাধীন করেছেন জীবনের সব কয়টা বছর বাংলার জনগণের পাশে ছিলেন। তিনি ধরখার আখাউড়া কসবা গেছেন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সব জায়গায় গেছেন, আমি সেই আদর্শে বিশ্বাসী। গতকাল বঙ্গবন্ধু কন্যা বলেছেন তিনি যে ওয়াদা করেছেন তিনি সে ওয়াদা পূরণ করেছেন আমি আপনাদের বলতে চাই জননেত্রী শেখ হাসিনা তার পিতার মতোই জনগণের যেটা প্রয়োজন সেটা তিনি করেছেন।

এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক বাছির। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল,ধরখার উনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমূখ।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours