নিউজ ডেস্ক ॥
ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে বহু রুশ ধনী ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। ভবিষ্যতে এ নিষেধাজ্ঞার সংখ্যা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে বর্তমানে বহু রুশ ধনী নাগরিক মধ্যপ্রাচ্যের শহর দুবাইকে নিরাপদ বিনিয়োগের দেশ হিসেবে বেছে নিয়েছে। জানা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে দুবাইয়ে রুশ ধনীদের সম্পদ ক্রয়ের পরিমাণ ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সামরিক অভিযানের পর থেকে গত দুই মাসে কয়েক হাজার মানুষ রাশিয়া ছেড়েছে। তবে এর সঠিক কোনো পরিসংখ্যান কারও কাছে নেই।
এক রুশ অর্থনীতিবিদ জানান, গত ১০ দিনের মধ্যে প্রায় ২ লাখ মানুষ রাশিয়া ছেড়েছে। দুবাইয়ে কোম্পানি গঠন বা ব্যবসা শুরুর বিষয়ে সহায়তাদানকারী প্রতিষ্ঠান ভার্তুজোনের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের প্রতিষ্ঠানে বহু সংখ্যক রুশ ধনী গ্রাহক পাচ্ছেন।
ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে রুশদের কাছ থেকে বিনিয়োগ বিষয়ে স্বাভাবিক সময়ের চেয়ে পাঁচ গুণ বেশি তথ্যানুসন্ধানের আবেদন পাচ্ছেন। তারা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক মন্দা নিয়ে ব্যাপকভাবে শঙ্কায় রয়েছেন। এ কারণে নিজেদের সম্পদ রক্ষায় তারা দুবাইমুখী হতে চাচ্ছেন।
রুশ ব্যবসায়ীদের আগ্রহের কারণে দুবাইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চাহিদা বহুগুণ বেড়ে গেছে। কারণ রুশ ধনীরা কেনার জন্য পছন্দের বাড়ি খুঁজছেন।
দুবাইভিত্তিক রিয়েল এস্টেট এজেন্সি বেটারহোমস বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে রুশদের সম্পত্তি ক্রয় স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি বেড়েছে। তথ্য বলছে, তারা শুধু বিনিয়োগের উদ্দেশ্যে তা করছেন না। বরং তারা দুবাইকে তাদের সেকেন্ড হোম হিসেবে বেছে নিচ্ছেন। শুধু তা-ই নয়, অনেক বহুজাতিক কোম্পানি ও রাশিয়ান স্টার্টআপ কোম্পানিগুলোর বড় অংশই এখন তাদের কর্মীদের দুবাইয়ে স্থানান্তর করছে।
+ There are no comments
Add yours