যে দ্বীপে বসতি গড়লেই পাবেন ১ কোটি ১৬ লাখ টাকা!

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥
আপনি এই দেশে গিয়ে স্থায়ীভাবে বাস করার ইচ্ছা করলেই পাবেন- এক কোটি টাকা! কথা হলো, যারা শহুরে জীবন ছেড়ে প্রকৃতির খুবই কাছে নিরিবিলি পরিবেশে গ্রামীণ জীবন যাপন করতে পছন্দ করেন, তাদের জন্য অভাবনীয় এক সুযোগ ওপেন করেছে আয়ারল্যান্ড নামক দেশটি।
মার্টিন ম্যাকডোনা পরিচালিত হলিউড চলচ্চিত্র দ্য ভেনশিস অব ইনিশেরিন-এর নৈসর্গিক দ্বীপ ‘ইনিস মোর’-এ থাকলে আপনাকে বিপুল অর্থ দেওয়া হবে এমন যদি বলা হয় আপনি কি অবাক হবেন? সত্যিই তো অবাক হওয়ারই কথা।
তবে অবাক হলেও আয়ারল্যান্ডের সরকার ইনিস মোরসহ দেশটির পশ্চিমাঞ্চলীয় সমুদ্রতটের ২০টির বেশি অনিন্দ্যসুন্দর দ্বীপের জন্য এ প্রস্তাব দেওয়া হয়েছে। আনুষঙ্গিক খরচসহ পরিত্যক্ত ঘর-বাড়ি সংস্কার বা নতুন ঘর-বাড়ি নির্মাণের জন্য দেওয়া হবে ৮৪ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।
সরকারি ওয়েবসাইটের তথ্যের বরাতে দ্য নিউজ জানিয়েছে, এই দ্বীপবাসীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে পাঁচ ধাপের উচ্চপর্যায়ের কৌশলগত লক্ষ্য ঠিক হয়েছে, যা বাসিন্দাদের আত্মপরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অতিশয় গুরুত্বপূর্ণ।
এই লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে দ্বীপগুলোয় জনসংখ্যা বাড়ানো, দ্বীপের অর্থনীতিতে বৈচিত্র্য আনা, স্বাস্থ্য ও পরিষেবাব্যবস্থার উন্নয়ন, দ্বীপের স্থানীয় বাসিন্দাদের অবস্থার উন্নয়ন, দ্বীপবাসীর সমৃদ্ধি ও টেকসই জীবনমানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। মুলত এসব কারণেই দেশটির সরকার এই ব্যয়বহুল প্রজেক্ট হাতে নিয়েছে।

 

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours