অনলাইন ডেস্ক॥
রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ইমরুল গণমাধ্যমকে এ তথ্য জানান। বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটলো।
সহকারী পুলিশ কমিশনার ইমরুল গণমাধ্যমকে এ তথ্য জানান, বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়। সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে সকালে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
সূত্র: ইত্তেফাক
+ There are no comments
Add yours