রাজনীতিতে সক্রিয় মাহিয়া মাহি

Estimated read time 1 min read
Spread the love

অনলাইন ডেস্ক॥

চলমান ধর্মঘটে আওয়ামী লীগের পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন সমাবেশে দেখা গেছে মাহিকে। শুধু তা-ই নয়, মাইক্রোফোন হাতে জ্বালাময়ী বক্তব্যও দিতে দেখা গেছে আলোচিত এই অভিনেত্রীকে।

রবিবার জেলার ডাকবাংলোতে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হন। যেখানে দেখা যায় তার স্বামী রাকিবও পাশে ছিলেন। সোমবার জেলা ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রথম সারিতে থেকে স্লোগান দেন তিনি। পরে ছাত্রলীগের সমাবেশে বক্তব্যও দেন তিনি।

এসময় মাহি বলেন, ‘বর্তমানে বিএনপি দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা উন্নয়নবঞ্চিত করতে চায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে। যার কারণে দেশে হরতাল-অবরোধের নামে আগুন-সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন-সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours