বিনোদন প্রতিবেদক॥
বৃহস্পতিবার রাজশাহী শহরের কাজীহাটা এলাকায় হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে পদ্মা সিনেমা হলের পর্দা উঠছে। ২৩০ আসনের এ হলে ‘পরাণ’ সিনেমা দিয়ে প্রদর্শনী শুরু হবে বলে জানিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ। বুধবার রাতে ছবিটির বিশেষ প্রদর্শনী হয়।
জানা গেছে, হোটেলের ১১ তলায় দুটি সিনেপ্লেক্স করা হয়েছে। মাস তিনেক পর এখানে প্রদর্শনী শুরু হবে। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল জানান, দুটি সিনেপ্লেক্স একসঙ্গে আগামী বছরের শুরুতে উদ্বোধন করার কথা ছিল। তবে বিশেষ কয়েকজন মানুষের অনুরোধে একটি হল আগেই শুরু করলেন তিনি।
ইসফা খাইরুল বলেন, ‘ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও আরেক শিল্পী মামুন অপু দুজনই রাজশাহীর মানুষ। তাঁরা বারবার আমাকে এখানে ছবিটি চালানোর অনুরোধ করে আসছিলেন। কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে জানলাম, ‘পরাণ’ ছবিটি খুব আলোচিত হয়েছে, এখনো ভালো চলছে। মিম ও অপু ছাড়াও শহরের নানা জায়গা থেকে ছবিটি চালানোর জন্য অনুরোধ আসতে থাকে। শেষ পর্যন্ত পদ্মা হল দিয়েই সিনেমাটি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’
প্রথম দিন সিনেমার তিনটি শো হবে। আগাম টিকিটও বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে হলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সিনেমার প্রদর্শনী শুরুর খবরে চারদিকে বেশ সাড়া পাচ্ছি। অনেকে আগাম টিকিট সংগ্রহ করছেন, অনেকে খোঁজখবর নিতে ফোনও দিচ্ছেন। মনে হচ্ছে, ভালোই হবে। তা ছাড়া অনেক দিন পর রাজশাহী শহরের সিনেমাপ্রেমী দর্শকেরা সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন, এটাও একটা ভালো লাগা।’
+ There are no comments
Add yours