অনলাইন ডেস্ক॥
রান্নাঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ২৬৪টি সোনার মোহর! যার বাজার মুল্য পৌনে তিন কোটি টাকারও বেশি। আর এভাবেই বাড়ি মেরামত করতে গিয়ে কপাল খুলল এক পরিবারের। জানা গিয়েছে- যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে এই ঘটনা ঘটেছে। বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
মুদ্রাগুলো ভালো করে পর্যবেক্ষণ শেষে তারা বুঝতে পারেন এগুলো ১৬১০ থেকে ১৭২৭ সালে জেমস ওয়ান ও চার্লস ওয়ানের আমলের মুদ্রা। এই মুদ্রাগুলো প্রভাবশালী বণিক পরিবারের সম্পত্তি বলে মনে করা হচ্ছে।
বর্তমান বাজারদর অনুযায়ী ওই সোনার কয়েনগুলোর মূল্য আড়াই লাখ ব্রিটিশ পাউন্ড। আর বাংলাদেশি মুদ্রায় তা প্রায় পৌনে তিন কোটি টাকারও বেশি।
সোনার মোহর পাওয়া পরিবারের ওই দম্পতি আগামী মাসে নিমালে কয়েনগুলো বিক্রি করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সিএনএনকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিলাম হাউস স্পিংক অ্যান্ড সন জানিয়েছে, এটা ব্রিটেনে ১৮ শতকের ইংলিশ সোনার মুদ্রার সবচেয়ে বড় আবিষ্কারের মধ্যে অন্যতম একটি।
বিগত ১০ বছর ধরেই ওই বাড়িতে বাস করছেন বলে জানিয়েছেন ওই দম্পতি।
বাড়িটি প্রায় চারশ’ বছরের পুরনো। আর এই পুরনো বাড়িতেই ওই সোনার মোহরগুলো ২০১৯ সালে আবিষ্কৃত হয়।
১৮ শতকে তৈরি বাড়িটির রান্নাঘরের মেঝের বোর্ড সারতেই এই মোহরগুলো আবিষ্কার করেন তারা।
কংক্রিটের নিচে মাত্র ছয় ইঞ্চি পুঁতে রাখা একটি ধাতুর পাত্রের ভেতরে কয়েনগুলো রাখা ছিল।
প্রাথমিকভাবে তারা ভেবেছিল যে হয়তো একটি বৈদ্যুতিক তারে আঘাত করেছেন তারা। কিন্তু যখন তারা মেঝে তুলেছিল, তখন তারা একটি কোক ক্যানের সমান পাত্রের মধ্যে মুদ্রার স্তূপ দেখতে পান।
+ There are no comments
Add yours