রাশমিকার ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস, অমিতাভ বচ্চনের হুঁশিয়ারি

Estimated read time 1 min read
Spread the love

বিনোদন ডেস্ক॥

গত বছরই মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক রাশমিকা মান্দানার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই অভিনেত্রীর একটি ‘আপত্তিকর’ ভিডিও। এতে ক্ষুব্ধ বিগ বি অমিতাভ বচ্চন। দিয়েছেন কঠোর হুঁশিয়ারি।

ভিডিওতে দেখা যায়, একটি কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তাঁর পরনের সেই পোশাক সাহসী তো বটেই, তবে বেশ আপত্তিকর। পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট রাশ্মিকার বক্ষবিভাজিকা। দৈর্ঘ্যের নিরিখে অভিনেত্রীর উরু পেরোয়নি সেই পোশাক। সাধারাণত এমন পোশাকে কখনও দেখা যায় না অভিনেত্রীকে। সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর ভক্তদের মনে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এই ভিডিওর নারী আসলে রাশমিকা নন। অন্য এক নারীর ভিডিওতে কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রাশমিকা মান্দানার ভক্তরা। আর সেই দাবিতে সরব হলেন অমিতাভ বচ্চন। অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে বলেছেন অমিতাভ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশমিকার ওই ভিডিও ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানতে পারা যায়, ওই ভিডিও আসলে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ফসল। এআইয়ের সাহায্যেই জারা প্যাটেল নামক এক নারীর ভিডিওতে রাশমিকার মুখ বসানো হয়েছে। অর্থাৎ ভিডিও মুখ রাশমিকার হলেও তাঁর পরনের পোশাক তাঁর নয়। গোটা ঘটনাটি আসল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তা রিপোস্ট করে বিগ বি আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours