- মাঝে মধ্যে মানুষ মরে যায়
- রুদ্র মোহাম্মদ ইদ্রিস
- ***
- মানুষ কি সবসময় জীবিত থাকে?
- মাঝে মধ্যে মরে যায়।
- মনের অজান্তে
- বেহেশত কিংবা দোজখ ঘুরে আসে
- তারপর!
- কেউ কেউ সাদা রঙের মানুষ হয়ে যায়
- কেউ কেউ কালো রঙের মানুষ বনে যায়।
- অত:পর একদিন
- শেষবারের মতো মৃত্যুর স্বাদ ভোগ করে।
- ২৬.১০.২০২৩
একদা আমার বৌদি ছিলো
রুদ্র মোহাম্মদ ইদ্রিস
***
একদা আমার বৌদি ছিলো
রাগ অভিমান ঘুম এবং
আমার মনোবিকাশের জানালা
আমি তাকে ভালোবাসতাম
এখও তো বাসি
তিনিই আমাদের যৌথ পরিবারের অন্নদাত্রী
বিছানা থেকে জাগানো
আবার ঘুম পাড়ানো
নখ কাটা কিংবা মাথার চুল
বইখাতা গুছিয়ে লাঠি লজেন্সের লোভ দেখিয়ে
স্কুলের বারান্দায় পৌঁছে দেওয়া
সবখানেই তিনি ছিলেন
আমি তাকে ভালোবাসতাম
এখও তো বাসি
যতোটা ভালোবাসি আমার মাকে।
০৬.১১.২৩
+ There are no comments
Add yours