অনলাইন ডেস্ক॥
মাদারীপুরের শিবচরে রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. ইব্রাহিম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে পাঁচ্চর এলাকার লাইফকেয়ার হাসপাতালসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি গ্রামের মো. হিরু খানের ছেলে। সে মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর (আরএম) উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর বন্ধু রাজু ও জুনায়েদকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বেইলি ব্রিজ এলাকায় খিঁচুড়ি খেতে যায় ইব্রাহিম। খিঁচুড়ি খাওয়া শেষে বাড়ি ফেরার পথে শিকদারকান্দি এলাকায় রেললাইনে উঠে আড্ডা দেয় তিন বন্ধু। রাত ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেন এলে দুই বন্ধু রেললাইন পার হয়ে একপাশে চলে যায়। ইব্রাহিম পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বন্ধু রাজু বলে, আমরা রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এমন সময় ট্রেন আসে। আমরা এক পাশ থেকে অন্যপাশে চলে আসি। ইব্রাহিম রেললাইন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পাথরের ওপর পড়ে যায় সে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ছেলেটি মারা যায়।
+ There are no comments
Add yours