স্টাফ রিপোর্টার॥
গত ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় রোটারি ডিস্ট্রিক্ট -৩২৮২ এর গভর্ণর রোটারিয়ান মতিউর রহমান কর্তৃক মেঘনা জোনের আওতাধীন রোটারি ক্লাব অব মাধবদী এর ক্লাব ভিজিটে এসাইন্ট এসিস্ট্যান্ট গভর্ণর হিসেবে উপস্থিত থেকে ক্লাব ভিজিট ও ক্লাব এসেম্বলিতে অংশগ্রহন করেন এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান আব্দুল মালেক।
এসময় তিনি তার পক্ষ থেকে উপস্থিত সকল রোটারিয়ানকে লাভ অব টোকেন প্রদান করেন।
অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ট্রেন্ডিং টিমের সদস্য রোটারিয়ান মাসুদুর রহমান, মেঘনা জোনের এসিস্ট্যান্ট এরিয়া ডিক্টের মো. আক্তার হোসেন, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন পাঠান (মানিক), মাধবদী ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, মাধবদী ক্লাবের সেক্রেটারি আব্দুল হামিদসহ মাধবদী ক্লাবের সকল রোটারিয়ান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসিস্ট্যান্ট গভর্ণর আব্দুল মালেক বলেন, আমরা আলোকিত পৃথিবীর প্রত্যাশী। মানুষের জীবন মান আরও সুন্দর এবং দারিদ্র্যতার হার পুরো পৃথিবীতে কমিয়ে আনতে যাঁরা কাজ করছে তাদের সাথে আছি।
তিনি আরও বলেন যে, আমরা এটা মনে করি যে পরিশ্রম সফলতার চাবিকাঠি। এটাও জানি যে, এই পৃথিবীতে সুন্দর করতে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসার চেয়ে বড় শক্তি এই পৃথিবীতে আর কিছু নেই।
+ There are no comments
Add yours