অনলাইন ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী রোববারের মধ্যে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে। সেভাবেই সবকিছু এগিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।
চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছেন’ জানিয়ে তিনি আরও বলেন, নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। তবে সম্ভাব্য জয়ী প্রার্থীদের বাদ দেওয়া হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যেসব ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তাতে ভুল-ত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের সুযোগ রাখা হয়েছে।
+ There are no comments
Add yours