অনলাইন ডেস্ক॥
ভারতের আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
শনিবার সকালে শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনা করতে আসেন কঙ্গনা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ভগবান কৃষ্ণর আশির্বাদ তার মাথার ওপর থাকে তাহলে তিনি লড়বেন।
সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, তিনি আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা।
কঙ্গনা বলেন, শ্রী কৃষ্ণ কি কৃপা রাহি তো লাদেঙ্গে (যদি ভগবান কৃষ্ণ আশির্বাদ করেন, আমি লড়ব)।
এ বছর দশেরায় প্রথম নারী হিসাবে দিল্লির লবকুশ রামলীলায় রাবণ দহনে যোগ দিয়েছিলেন কঙ্গনা। সেই নিয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিনেত্রীকে কটাক্ষ করতেই তিনি ফুঁসে উঠেছিলেন। এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট করে চুপ করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
সেই পোস্টেই কঙ্গনা ভবিষ্যতে রাজনীতিতে আসার উল্লেখ করেছিলেন। তখন থেকেই গুঞ্জন শুরু হয়, এবার কি তবে রাজনীতিতে আসছেন তিনি!
+ There are no comments
Add yours