শরৎ এলো
তাজইনা তাসনীম
***
আকাশ নীলে সাদা বরণ
মেঘ-পরীদের খেলা
নদীর ধারে সবুজ বনে
কাশফুলেদের মেলা।
ঝিলের জলে শাপলা ফোটে
দেখতে লাগে ভালো,
মেঘের ফাঁকে রোদ হেসেছে
জগৎ করে আলো।
ঘাসের বুকে শিউলি ঝরে
পাগল করা ঘ্রাণে
শিশিরভেজা বাংলাদেশে
শরৎ এলো প্রাণে।
(তাজইনা তাসনীম, রাজশাহী)
+ There are no comments
Add yours