রফিকুল হাসান- বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের ২য় বৃহত্তম প্রচীনতম দ্বীনি প্রতিষ্ঠান ঐতিহ্যবাহি জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহবাজপুর মাদ্রাসার ৫২ তম বার্ষিক সভা ও ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন ও ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাষায়েখগণ বয়ান পেশ করেন।
২৭ ডিসেম্বর সমাপনী দিবসে আল্লামা আব্দুল কুদ্দুস পীর সাহেবের সভাপতিত্বে সভায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক জেলা জামে মসজিদের ইমাম মুফতি সিবগাতুল্লাহ নুর, মাওলানা ফরিদ উদ্দিন গোয়াছনগরী, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী নসিহত মুলক বয়ান পেশ করেন।
বক্তাগন বলেন- ইসলাম কে জানতে হলে এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো বাঁচিয়ে রাখতে হবে। কওমি মাদ্রাসাগুলো হচ্ছে নায়েবে রাসুলের প্রজনন কেন্দ্র।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত জেলার প্রচীনতম দ্বীনি প্রতিষ্টান বেফাকুল মাদারাসিন এর আওতাভুক্ত এই মাদ্রাসা থেকে প্রতিবছর অসংখ্য ছাত্র এলমেদ্বীন শিক্ষা করে কোরআন হাদিসের আলোক বর্তিকা ছড়িয়ে দিচ্ছে দেশবিদেশ।
উক্ত মাহফিলে দুপুর থেকেই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসতে শুরু করে। আমিন আমিন ধ্বনিতে রাত ১২ টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী ৫২ তম ইসলামী মহাসম্মেলনের সমাপ্তী ঘটে।
+ There are no comments
Add yours