অনলাইন ডেস্ক ॥
চলমান ভয়াবহ যুদ্ধ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে খোলা চিঠি লিখেছে ফিলিস্তিনি ৩টি মানবাধিকার বিষয়ক সংগঠন। এ
ই তিনটি সংগঠন হলো- আল হক, আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস।
এতে তারা বলেছে, ইসরাইল পর্যায়ক্রমিকভাবে এবং ব্যাপক হারে ফিলিস্তিনে যে সহিংসতা করে যাচ্ছে সে বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় এর জন্য প্রাথমিকভাবে দায়ী জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। তারা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে আহ্বান জানিয়েছে, এই সংকটের আসল কারণ খুঁজে বের করতে এবং ইসরাইলি হামলা থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে। রোববার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে তখনই এই চিঠি পাঠায় এই তিনটি সংগঠন।
চিঠিতে আরও বলা হয়েছে, ২০০৮ সাল থেকে কমপক্ষে সাতটি বড় মাপের সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরাইল। এর ফলে গাজা উপত্যকা জনবসতির অযোগ্য হয়ে পড়েছে।
+ There are no comments
Add yours