স্টাফ রিপোর্টার॥
ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের ঋদ্ধজন ও তরুণ সংস্কৃতিকর্মীদের সাথে ৮ নভেম্বর বুধবার বিকেলে মত বিনিময় করেন দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন।
ব্রাহ্মণবাড়িয়া বিশ^বিদ্যালয়ের কনফারেন্স রুমে অনষ্ঠিত মতবিনিময় সভায় এই জনপদের অসাম্প্রদায়িক চেতনার প্রতিভূ, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, সংস্কৃতিকর্মীদের আপনজন, কুপমুন্ডকতা আর ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া নির্ভীক জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের প্রতি মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সকল সাংস্কৃতিক দলের পক্ষ থেকে অকুন্ঠ সমর্থন জানানো হয়।
এসময় জেলার সংস্কৃতিজনরা বলেন, মহান স্বাধীনতাবিরোধী চক্র এখনো সক্রীয়।
এতোসব ষড়যন্ত্র আগুনসন্ত্রাস উপেক্ষা করে আজ আমরা স্মার্ট বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু একটি চক্র তাদের বিদেশী প্রভুদের সাথে নিয়ে উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে অপতৎপরতা চালাচ্ছে। তাদের সকল অপসংস্কৃতি অপতৎপরতা আর গুজবকে রুখে দিতে এদেশের সকল শ্রেণি পেশার মানুষের মাঝে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। সেইজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় আগামীদিনে সংস্কৃতিকর্মিদের করণীয় বিষয়ে বিষদ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
+ There are no comments
Add yours