অনলাইন ডেস্ক॥
নিরাপদ আশ্রয় ও সঙ্গীর খোঁজে ২ হাজার কিলোমিটার পাড়ি দিল ভারতের মহারাষ্ট্রের ব্রহ্মপুরী এলাকার তাডোবা জঙ্গলের একটি বাঘ। বাঘটি টানা হেঁটে ৪টি রাজ্যে পেরিয়ে ওড়িশায় পৌঁছায়। পথে জলাশয়, নদী, ধান জমি, রাস্তা, মানুষ্য বসতি পড়েছে। সেসব পথ সে হেলায় পেরিয়েছে। বাঘটি সম্পর্কে প্রথদিকে কিছু জানা যায়নি। কারণ, তার গলায় রেডিও কলার পরানো ছিল না। রেডিও কলার পরানো থাকলে সহজেই বাঘের গতিবিধির ওপর নজর রাখা যায়। তবে এক্ষেত্রে বাঘটির ডোরার প্যাটার্ন দেখে তাকে চিহ্নিত করা গেছে। বাঘ বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার ২ হাজার কিলোমিটার যাত্রাপথে লোকালয় পড়েছে। কিন্তু তা সত্ত্বেও সে কাউকে হামলা করেনি। বিশেষজ্ঞদের মতে, এই সময় বাঘ সাধারণত হামলা করে না। ওড়িশার বন দফতরের কর্মকর্তারা জানান, এই সময় সাধারণ ওড়িশায় ছত্তিশগড় থেকে বাঘেরা আসে। কিন্তু এই প্রথম পশ্চিমের কোনো রাজ্য থেকে এতটা পথ পাড়ি দিয়ে পূর্বের রাজ্যে বাঘ এলো। এক বন কর্মকর্তা জানান, জনু-জুলাই মাসে সাধারণত বাঘেরা ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশে আসে। পরে আবার তারা সেপ্টেম্বর নাগাদ মহেন্দ্রগিরি রেঞ্জ ফিরে আসে।
২০২২-এর বাঘ গণনা অনুযায়ী ওড়িশায় মোট বাঘের সংখ্যা ২০।
সূত্র : হিন্দুস্তান টাইমস
+ There are no comments
Add yours