স্টাফ রিপোর্টার॥
বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব বলেছেন, ব্যবসায়ীদেরকে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তাদেরকে নামাজী হতে হবে। তিনি বলেন, সঠিকভাবে ওজন দিলে ব্যবসা করলে তাতে বরকত হয়।
তিনি রোববার ০৫ নভেম্বর বিকেলে শহরের ব্রাহ্মণবাড়িয়াস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে অনুষ্ঠিত নবগঠিত এক ব্যবসায়ী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ব্যবসা হালাল আর সুদ হারাম। এই এলাকায় কাউকে কোনো প্রকার অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না।
জেলা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক ও হাজীপাড়া- আরকামবাগ ব্যবসায়ী কমিটির আহবায়ক মো. সোরাফুর রহমান ন্ঈামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোং লি: সিবিএর নবনির্বাচিত অর্থ সম্পাদক ও সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. ইউনুছ মিয়া।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মো. আকতার হোসেন, ফজলুল হক ভুঁইয়া, নজরুল ইসলাম, জামাল হোসেন, মো. সুজন প্রমুখ।
+ There are no comments
Add yours