নিজস্ব প্রতিবেদক :
৫ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিশেষ বর্ধিত সভা ও সংগঠনের সভাপতি মো. কুতুব উদ্দিন আহমেদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ০৮ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙনের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সভার উদ্বোধন করেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। আমন্ত্রিত অতিথি ছিলেন- ডা. মো. ফাইজুর রহমান ফয়েজ, মো. জয়নাল আবেদীন খন্দকার। বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ রেলওয়ে ৪র্থ শ্রেণি সরকারি কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতিমো. আনিসুর রহমান, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ এইচ এম আলমগীর। অনুষ্ঠানে সভপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো, কুতুব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ। সঞ্চালনায় ছিলেন- কাজী হাফিজুল ইসলাম নাছু। বক্তব্য রাখেন, মো. মনির হোসেন, মো. আবদুল মান্নান, মো. আশরাফ আহম্মেদ, মো. নজরুল ইসলাম প্রমুখ।
+ There are no comments
Add yours