সরাইল প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কাঁটানিসারসহ বেশ কয়েকটি গ্রামবাসীর অপ্রত্যাশিত স্বপ্ন পূরণে কাজ করছেন সমাজসেবক আব্দুল মালেক। বিগত কয়েক মাসের মধ্যে তিনি সেখানে নির্মান করেছেন একটি এক কিলোমিটা দৈর্ঘ্যরে পূর্ণাঙ্গ রাস্তা। যেটি ইতিপূর্বে একটি গোপাট বা আইল ছিলো। এই রাস্তাটি নির্মাণ করতে প্রতিদিন প্রায় একশো নারী পুরুষ কাজ করেছেন। প্রত্যেকের দৈনিক মজুরিসহ খাবারের ব্যবস্থা করেছেন তিনি। এছাড়াও রাস্তাটি নির্মাণ করে সেই রাস্তাটিকে এখন দৃষ্টিনন্দন করার জন্য মনোনিবেশ করেছেন তিনি। জানা গেছে ইতোমধেই সেই রাস্তায় তিনি বিদেশী জাতের ঘাস লাগানোর পরিকল্পনা করেছেন। রাস্তার দুধারে তিনি বিভিন্ন ফলজ ও ওষুধি গাছ রোপনের কথাও ভাবছেন। এরফলে এই রাস্তাটি বিনোদনপ্রেমিদের জন্য একটি আকর্ষণের জায়গা হয়ে ওঠবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া-কালিকচ্ছ সড়কটি, বাড়িউড়া থেকে বসিউড়া, আইরল, কাঁটানিসার, আঁখিতারা, নোয়াগাঁও ,কালীকচ্ছ গ্রাম গুলিতে যাতায়াতকারী হাজার হাজার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র সড়ক এটি। বিভিন্ন সময়ে যানবাহন চলাচল ও বৃষ্টির কারণে, সড়কটির বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত ও খানাখন্দে ভরে গিয়েছিলো। এরফলে এই সড়কে চলাচলকারী মানুষদেরকে প্রতিদিনই অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। প্রায়শই দুর্ঘটনা ঘটে মানুষ আহত হবার মতো সংবাদ মিলেছে। বিশেষ করে রোগী, রোগীবাহী যানবাহন, ছোট শিশু বৃদ্ধদের জন্য সড়কের খানাখন্দ গুলো ছিলো অনেক কষ্টের কারণ। এমতাবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে সড়কটি মেরামত করছেন আব্দুল মালেক। সরেজমিনে গিয়ে দেখা যায়, দূরের কোনো ব্রিক ফিল্ডস থেকে ট্রাক্টর ভরে আদলা, সুরকি এবং ইটের রাবিশ আনা হচ্ছে। আর বড় ছোট গর্ত দেখে দেখে কয়েকজন শ্রমিক সেই গর্ত ভরাট করছেন। এই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন বলছেন, আব্দুল মালেক এই এলাকার সন্তান। তিনি জনপ্রতিনিধি না হয়েও মানুষের উপকারের জন্য যেভাবে রাস্তার সংস্কার তথা মেরামত কাজ করছেন, তা সত্যিই অতুলনীয়। এজন্য এলাকাবাসীর পক্ষে তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। অনেকেই বলছেন আমরা আব্দুল মালেক এর জন্য দোয়া করি। আল্লাহপাক যেনো তাকে এইরকম ভালো কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করেন।
এক প্রশ্নের জবাবে, আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, আমি কাজকে ভালোবাসি। আমি কর্মপাগল মানুষ। কোনোকিছু পাবার জন্য আমি কাজ করি না। মানুষকে ভালোবেসে তাদের জন্য কিছু করতে চাই। আমি এমন কাজ করতে চাই- যেনো মানুষের উপকার হয়। তিনি বলেন, পৃথিবীর সকল ভালো কাজেরই প্রতিদান আছে। আমি এই কাজের বিনিময়ে মানুষের কাছে তাদের দোয়া চাই।
প্রসঙ্গত: আব্দুল মালেক কাটানিসার গ্রামের কৃতিসন্তান। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে, দি ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্ট, গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্ট, গ্র্যান্ড এ মালেক আবাসিক হোটেল, এ. মালেক কনভেনশন হল এন্ড কমিউনিটি সেন্টার। এছাড়াও তিনি দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, জনপ্রিয় আইপি চ্যানেল এএমটিভি বাংলা ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান।
+ There are no comments
Add yours