সরাইল থেকে, মনির হোসেন:
গতকাল রাত ১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা বাজারে দুটি দোকানে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসি জানান, রাতে নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা বাজারে জিলানী ডেকোরেটার ও আহাম্মদ মুদির দোকান দুটি পুড়ে শেষ হয়ে গেছে সবকিছু। হাবিবুর রহমানের দুই ছেলে আহাম্মদ ও নূর আহাম্মদ তাদের দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে তাদের ১৪ বছরের লালিত স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গেছে। স্থানীয় জনগণ আগুন নেভানোর চেষ্টা করে। এসময় খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থলে পৌছে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সব মিলিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা। সরাইল ফায়ার সার্ভিসসের টিম লিডার রিয়াজ মোহাম্মদ ও ওয়ার হাউজ ইনেসপেক্টর সুভল চন্দ্র দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
+ There are no comments
Add yours