সরাইলে আন্তঃজেলা অটোরিকসা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

Estimated read time 1 min read
Spread the love

সরাইল প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তঃজেলা অটোরিকসা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করছে পুলিশ।
গত শনিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা বাজার থেকে একটি অটোরিকসা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তিনজন আটক করা হয় হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শনিবার রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ রুবেল মিয়া-(২৩), একই এলাকার মোঃ পায়েল মিয়া-(২৩) ও জসিম উদ্দিন-(১৮), বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মোঃ মিলন মিয়া-(২৫), একই ইউনিয়নের কালিসীমা গ্রামের মোঃ সোহেল মিয়া (৩০) ও একই গ্রামের জোৎস্না বেগম-(৩০)।

গ্রেপ্তারকৃতরা জেলা সদর,বিজয়নগর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় থেকে পরস্পর যোগসাজসে অটোরিকসা, ব্যাটারি, সিএনজি ইত্যাদি চুরি করে অন্যত্র নিয়ে ক্রয়-বিক্রয় করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, শনিবার বিকেলে উপজেলার আঁখিতারা বাজারের রাজীব অটোরিকসা গ্যারেজের সামনে থেকে একটি অটোরিকসা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চোর চক্রের তিন সদস্য রুবেল, পায়েল ও জসিমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাদের দেয়া তথ্য অনুসারে বিজয়নগরের চান্দুরা থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

ছবি: যায়যায়দিন পত্রিকা

About The Author


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours